Powered By Blogger

শনিবার, ২৩ জুন, ২০১৮

২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোন বিশ্ববিদ্যালয়ে কতজন আবেদন করেছিল

( এটা দেখে এখন থেকেই সতর্ক হও । এটা দেখলেই বুঝতে পারবা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে লক্ষ লক্ষ প্রতিযোগিকে পেছনে ফেলতে হবে তোমাকে । তাই নিজেকে সেরাদের সেরা হিসেবে গড়ে তুলো )
.
১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - ৩ লাখ ১৭ হাজার ৫৪০
২) রাজশাহী বিশ্ববিদ্যালয় - ৩ লাখ ১৬ হাজার ১২০

একটিমাত্র চান্স বদলে দেয় সব, গড়ে দেয় কিছু ইতিহাস ভেঙে দেয় কিছু উপন্যাস!!

আদরের মেয়েটির সাথে বাবা কথা বলা বন্ধ করে দেয় কারন মেয়েটি কোথাও চান্স পায়নি ! প্রতিদিন অফিসে যাওয়ার সময় " কি লাগবে মা " কথাটা আর কেউ বলেনা!!
.
ছেলেটি চান্স না পেলে মায়ের কাছে থেকে বাসায় ঢুকতেই একটা কথা বাবা এবার কি পারবি আমার সন্মান রাখতে।মায়ের সন্মানের কথা ভেবে ছেলেটির আর রাতে ঘুম হয়না !!

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায়

স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স
পেতে চাইলে যেসব কাজ তোমাকে অবশ্যই
এবং অবশ্যই করতে হবে সেগুলো কি কি তা
নিয়ে পর্যায়ক্রমে বলাই আজকের উদ্দেশ্য...

টার্গেট যাদের IBA এবং BBA

টার্গেট যাদের IBA এবং BBA তাদের জন্যই এই পোস্ট :
.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের E ইউনিট ( BBA ) এবং G ইউনিট ( IBA ) এর বিস্তারিত তথ্য , প্রস্তুতির দিকনির্দেশনা / চান্স পেতে চাইলে যেভাবে প্রিপারেশান নিতে হবে :
.

বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে অধিক নম্বর পাওয়ার উপায়

ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে হলে পরিকল্পিত প্রস্তুতি প্রয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন pattern এ ইংরেজি প্রশ্ন হয়। তবে Grammar এবং Vocabulary থেকেই প্রশ্ন হবেই। তাই এ ব্যাপারে প্রখর দৃষ্টি দিতে হবে। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রেই দেখা যায় অন্যান্য বিষয়ে অনেক ভালো করেছে কিন্তু শুধু ইংরেজির জন্য চান্স হয়নি। যেহেতু ভর্তি পরীক্ষায় Negative Marking থাকে তাই প্রস্তুতি ও Answer করার জন্য কৌশলী হতে হবে।
.
কী পড়তে হবে?
সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন যাচাই করলে দেখা যায় ইংরেজিতে ভালো নম্বর পেতে Vocabulary এবং Grammar অংশে জোরালো প্রস্তুতি প্রয়োজন।