Powered By Blogger

শনিবার, ২৩ জুন, ২০১৮

একটিমাত্র চান্স বদলে দেয় সব, গড়ে দেয় কিছু ইতিহাস ভেঙে দেয় কিছু উপন্যাস!!

আদরের মেয়েটির সাথে বাবা কথা বলা বন্ধ করে দেয় কারন মেয়েটি কোথাও চান্স পায়নি ! প্রতিদিন অফিসে যাওয়ার সময় " কি লাগবে মা " কথাটা আর কেউ বলেনা!!
.
ছেলেটি চান্স না পেলে মায়ের কাছে থেকে বাসায় ঢুকতেই একটা কথা বাবা এবার কি পারবি আমার সন্মান রাখতে।মায়ের সন্মানের কথা ভেবে ছেলেটির আর রাতে ঘুম হয়না !!

.
প্রিয়মানুষ টার তাচ্ছিল্য একসময়ে বিচ্ছেদ শুধু একটা চান্স আর পজিশন এর জন্য!!
মাঝে মাঝে ভাবি পজিশন সব তবে কেন এত স্বপ্ন, এত এক্সপেকটেশন শুধু জন্মের পর থেকে পজিশন এর জন্যই এত্ত কিছু আমার তোমার কোন দাম নেই সেখানে!!!
বেচে থাকা! স্বপ্ন! প্রত্যাশা সব কিছুই তোমার পজিশন কেন্দ্রিক যা তুমি খন্ডাতে পারবেনা বিন্দুমাত্র দিনশেষ এ তুমি ভাল থাকলে কি খারাপ থাকলে সেটা কেউ দেখবেনা, বুঝবেনা, শুনবেনা শুধু দেখতে চাইবে তুমি টপ পজিশনের কেউ কিনা, তুমি মোটা অংকের স্যালারি পাও কিনা, যেখানে তোমার এক্সপেকটেশন মৃত এটাই বাস্তবতা সাফল্য সবার। আর ফেইলর টা একান্তই তোমার । 
.
পাবলিক ভার্সিটিতে চান্স না পেলে কাছের মানুষগুলোর ব্যবহার ও চ্যান্জ হয়ে যায়। 

#___বিলিভ_ইট_অর_নট!!!
.
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মোটেও কঠিন কিছু না। এর জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ফলো করা। 
.
এখনো সময় আছে ঘুরে দাড়াও। সঠিক দিকনির্দেশনা ফলো করে প্রিপারেশান নিতে থাকো।
.
ভার্সিটিতে চান্স পেতে হলে বিগত বছরের প্রশ্ন সলভ করতেই হবে। তাই বিগত বছরের প্রশ্ন বুঝে বুঝে সলভ করো " Unique Varsity Solution " প্রশ্নব্যাংক থেকে । এতে , প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা পাবা ; কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ন সেটা বুঝতে পারবা । তাছাড়া , বিগত বছরের প্রশ্ন থেকে সাধারণত ২০% প্রশ্ন কমন পড়ে ।
.
এছাড়াও প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালাইজড কিছু বই থাকে যেগুলো না পড়লে তোমার প্রিপারেশান অসম্পূর্ণ থেকে যাবে। যেমন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান নিতে চাইলে অবশ্যই " #Climax সাপ্লিমেন্ট " ফলো করতে হবে। তেমনি রাবির জন্য " #বরেন্দ্র", চবির জন্য " #চট্টলা " ঢাবি ও জবির জন্য " #ইউনিক " ফলো করতে হবে। 
.
বর্তমানে ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় IQ থেকে প্রশ্ন করা হয় । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় সকল ইউনিটে বুদ্ধিমত্তা বা IQ থেকে প্রশ্ন আসে । এছাড়া ও IBA DU , খুবি , রাবি , চবি , ইবি , কুবি , বেরোবি , JKKNIU , PSTU সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় IQ থেকে প্রশ্ন আসে। তাই পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য IQ তে ভালো করাটা খুবি জরুরি । IQ এর জন্য বেস্ট বই হলো " ছায়ামঞ্চ IQ SUMMIT " । ছায়ামঞ্চ IQ Summit বইটি ফলো করো ।
.
এবং তোমরা জানো যে জাবি , রাবি , জবি , SUST সহ দেশের ১৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখার ইউনিট, ব্যবসায় শিক্ষার ইউনিট ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন ইউনিটের ভর্তি পরীক্ষায় General Math অর্থাৎ ক্লাস 9-10 এর সাধারণ গণিত থেকে প্রশ্ন করা হয় । এখনো অনেক সময় আছে সবচেয়ে ভালো মানের Math বই " #MATH_SUMMIT " সংগ্রহ করে ভালোভাবে প্রিপারেশান নাও ।
.
অল্প পরিশ্রমে বাংলা ও ইংরেজিতে বেশি নাম্বার পেতে চাইলে সংগ্রহ করো " ছায়ামঞ্চ বাংলা + English " বইটি। 
.
বিজ্ঞান বিভাগের বিষয় গুলোর জন্য মেইন বই ভালোভাবে পড়ার কোন বিকল্প নেই । ভার্সিটিতে চান্স পেতে গেলে বেসিক ক্লিয়ার করতে হবে।কারন খুব কম প্রশ্নই সরাসরি আসে। বেশীরভাগ প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। বেশী বেশী প্র্যাকটিস করো। একাধিক প্রশ্ন করা যাবে এমন টপিকগুলো বেশি ভালো করে পড়ো ।
.
এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নিলে চান্স পাওয়া কঠিন হবে না। শুভকামনা রইলো 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন