Powered By Blogger

শনিবার, ২৩ জুন, ২০১৮

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপায়

স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স
পেতে চাইলে যেসব কাজ তোমাকে অবশ্যই
এবং অবশ্যই করতে হবে সেগুলো কি কি তা
নিয়ে পর্যায়ক্রমে বলাই আজকের উদ্দেশ্য...

.
১. পড়তে হবে মনোযোগ দিয়েঃ যতটুকু পড়বে,
মনোযোগ সহকারে পড়বে। সারা দিন পড়তে
হবে এমন কোনো কথা নেই। কবে কোন
বিষয়টা পড়বে, শুরুতেই সেটার একটা রুটিন
করে নেওয়া ভালো।
২. প্রশ্নপদ্ধতি এবং মানবণ্টন সম্বন্ধে
ধারণাঃ সিলেবাস এক হলেও উচ্চমাধ্যমিক
পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের
ধরনে বেশ পার্থক্য আছে। প্রশ্নপদ্ধতি,
মানবণ্টন, সময় ইত্যাদি সম্বন্ধে একটা স্বচ্ছ
ধারণা রেখে প্রস্তুতি নেওয়া উচিত।
.
৩. চোখ রাখো বিগত বছরের প্রশ্নেঃ বিগত
বছরের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি
পরীক্ষার প্রশ্নগুলো অবশ্যই শুরু থেকে
সমাধান করা উচিত। পুরোনো প্রশ্নগুলো
দেখলে যেমন প্রশ্ন সম্পর্কে একটা ধারণা
হবে, তেমনি প্রস্তুতির ফাঁকফোকরগুলোও
ধরা পড়বে। ভার্সিটিতে চান্স পেতে হলে বিগত বছরের প্রশ্ন সলভ করতেই হবে। তাই বিগত বছরের প্রশ্ন বুঝে বুঝে সলভ করো " Unique Varsity Solution " প্রশ্নব্যাংক থেকে । এতে , প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা পাবা ; কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ন সেটা বুঝতে পারবা । তাছাড়া , বিগত বছরের প্রশ্ন থেকে সাধারণত ২০% প্রশ্ন কমন পড়ে ।
.
৪) এছাড়াও প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালাইজড কিছু বই থাকে যেগুলো না পড়লে তোমার প্রিপারেশান অসম্পূর্ণ থেকে যাবে। যেমন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান নিতে চাইলে অবশ্যই " #Climax সাপ্লিমেন্ট " ফলো করতে হবে। তেমনি রাবির জন্য " #বরেন্দ্র", চবির জন্য " #চট্টলা " ঢাবি ও জবির জন্য " #ইউনিক " ফলো করতে হবে। 
.
৫. নিজের ‘স্টাইলে’ পড়োঃ তুমি কোন
বিষয়টা ভালো পারো আর কোনটা পারো
না, কীভাবে পড়লে পড়া বুঝতে সুবিধা হয়—
এসব তুমিই ভালো জানো। 
নিজেকে সময় দাও। নিজেই নিজের
ত্রুটিগুলো খুঁজে বের করো, নিজেই নিজের
পরীক্ষা নাও।
৬. সবার আগে সুস্থ থাকা সামনের কয়েক
মাস সুস্থ থেকে পড়াশোনা করা একটা বড়
চ্যালেঞ্জ। অসুস্থ হয়ে দুইটা দিন নষ্ট করা
মানেও অনেক বড় ক্ষতি। তাই অবশ্যই
শরীরের প্রতি যত্ন নেবে। খাওয়া-ঘুম বাদ
দিয়ে পড়তে গিয়ে অসুস্থ হয়ে যেয়ো না।
.
৭. বর্তমানে ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় IQ থেকে প্রশ্ন করা হয় । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায় সকল ইউনিটে বুদ্ধিমত্তা বা IQ থেকে প্রশ্ন আসে । এছাড়া ও IBA DU , খুবি , রাবি , চবি , ইবি , কুবি , বেরোবি , JKKNIU , PSTU সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় IQ থেকে প্রশ্ন আসে। তাই পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য IQ তে ভালো করাটা খুবি জরুরি । IQ এর জন্য বেস্ট বই হলো " ছায়ামঞ্চ IQ SUMMIT " । ছায়ামঞ্চ IQ Summit বইটি ফলো করো ।
.
৮. তোমরা জানো যে জাবি , রাবি , জবি , SUST সহ দেশের ১৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখার ইউনিট, ব্যবসায় শিক্ষার ইউনিট ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন ইউনিটের ভর্তি পরীক্ষায় General Math অর্থাৎ ক্লাস 9-10 এর সাধারণ গণিত থেকে প্রশ্ন করা হয় । এখনো অনেক সময় আছে সবচেয়ে ভালো মানের Math বই " #MATH_SUMMIT " সংগ্রহ করে ভালোভাবে প্রিপারেশান নাও ।
.
৯) অল্প পরিশ্রমে বাংলা ও ইংরেজিতে বেশি নাম্বার পেতে চাইলে সংগ্রহ করো " ছায়ামঞ্চ বাংলা + English " বইটি। 
.
১০. আত্মবিশ্বাসী হতে হবেঃ সত্যি বলতে
ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এমন হয় যে
জানা জিনিসগুলোও অনেক সময় গুলিয়ে
যায়। তাই আত্মবিশ্বাস ধরে রেখে বারবার
প্রশ্নটা পড়তে হবে, দেখবে উত্তরটা ঠিকই
মাথায় আসবে। নিজের ওপর আস্থা অর্জন
করতে হবে।
১১. কোয়ালিটিকে গুরুত্ব দাও কোয়ান্টিটির
চাইতেঃ কোয়ালিটিটাই আসল কিন্তু।যা
পড়বা অবশ্যই ভালো করে ডিটেইলস সহ
পড়বা।ছাড়া ছাড়া আইডিয়া নিয়ে লাভ
নাই।পরে পস্তাতে হবে।
১২. মেইন বইয়ের কোনো বিকল্প নাইঃ
যেকেনো ভার্সিটিতেই চান্স পেতে হলে
মেইন বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়ার কোনো
বিকল্প নাই।বিশেষ করে সাস্টে চান্স
পেতে হলেতো মেইন বইয়ের কোনো বিকল্প
নাই ই। অতএব, সবার আগে মেইন বই।তারপর
অন্যকিছু।
১৩। প্র্যাকটিস মেইকস এ্যা ম্যান
পারফেক্টঃ শুধু একবার পড়ে গেলেই হবে
না।বারবার পুরাতন পড়াগুলোকে রিভিশন
দিয়ে একদম টুথস্থ করে ফেলতে হবে।
.
১৪) নিয়মিত নামাজ আদায় করো , দৈনিক কুর্‌আন তেলাওয়াত করো ( অল্প করেই করো.. অন্তত ১ পৃষ্ঠা ) । ধর্মীয় অনুশাসন মেনে চললে মন ও ফ্রেশ থাকে । বাজে চিন্তা মাথায় কম ঢুকে । পড়ায় মন বসে । কোনভাবেই হতাশ হওয়া যাবেনা । নিজের উপর , সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে সর্বোচ্চ পরিশ্রম করে যাও । একটা কথা মনে প্রাণেই বিশ্বাস করো " ইনশাআল্লাহ আমি চান্স পাবই " । আর চেষ্টা করে যাও সেভাবেই । 
.
১৫) নিজের উপর অগাধ আস্থা রেখে পড়াশুনা করো।প্রতিদিন প্রায় সবসময় মনে মনে বলবে- আমি পারবোই,আমাকে পারতেই হবে। আমার দ্বারা সম্ভব। আমি চান্স পাবো। ইনশাআল্লাহ পান্স পাবা  শুভকামনা রইলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন